ভোল্টেজ কাকে বলে ? ভোল্টেজ পরিমাপ করে কিভাবে ? | Khondokarit.com

ভোল্টেজ কাকে বলে ? ভোল্টেজ পরিমাপ করে কিভাবে ? | Khondokarit.com

ভোল্টেজ হল এক ধরনের বৈদ্যুতিক চাপ। পরিবাহীর অভ্যন্তরীণ থাকা ইলেকট্রন (ঋণাত্মক কনিকা) সমূহকে স্থানচ্যুত করতে যে ফোর্স বা চাপের প্রয়োজন হয় তাকে ভোল্টেজ বলে।

ভোল্টেজ কাকে বলে ? ভোল্টেজ পরিমাপ করে কিভাবে ?

ভোল্টেজের প্রতীক হলো V এবং এর একক হলো ভোল্ট (Volt)

ভোল্টেজ পরিমাপ করে কিভাবে ?

ভোল্টেজ পরিমাপ করা হয় ভোল্টমিটার দিয়ে। ভোল্টমিটারের দুটি প্রোবকে বৈদ্যুতিক সোর্সের সাথে প্যারালালে সংযুক্ত করে ভোল্টেজ পরিমাপ করা হয়। নিচে চিত্রের ন্যায় সংযোগ করে ভোল্টেজ পরিমাপ করা যাবে।

প্রিয় পাঠক, কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন আপনার বন্ধুদের নিকট.
Khondokar IT এর সাথেই থাকুন.
ধন্যবাদ সবাইকে। 

1 Comments

Previous Post Next Post